শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ফুয়াদ হোসেন (৩) পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু ফুয়াদ মঙ্গলবার সকাল ৮টায় বাড়ী পাশের্^ খেলাতে যায়। একপর্যায়ে দীর্ঘক্ষন পর বাড়িতে না ফেরায় তার বাবা-মা শিশুটির সন্ধান করতে থাকে। এক পর্যায়ে সকাল ১০ টায় বাড়ির পার্শ্বে একটি পুকুরে শিশুটির মৃত দেহ এলাকাবাসী দেখতে পায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে খেলার ছলে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সততা নিশ্চিত করে আটমূল ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন বললেন, শিশুটির মৃত্যুর খবর থানা পুলিশকে জানানো হয়েছে।খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরে পরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে, এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। শিশুটির আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: