আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির মতবিনিময়
মঙ্গলবার সংস্থার নিজস্ব কার্যালয়ে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কিং কমিটির সভাপতি মো. নুরুন নবী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ওয়ার্কিং কমিটি সংগঠনের উন্নয়ন, প্রসার, মানব সম্পদ উন্নয়ন, নিয়মিত মিটিং, প্রশিক্ষণ, ফান্ড সংগ্রহ, দেশে ও বিদেশে সংগঠনকে পরিপূর্ণ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলালের নির্দেশনায় ও পরামর্শে সংগঠনের পরিধি বৃদ্ধি, উন্নয়ন, সমাজের কল্যান ও মানবিক সেবার কার্যক্রম পুরোদমে চালিয়ে যেতে হবে। বিগত ১১০ বছরের কার্যক্রমের ইতিহাস, ঐতিহ্য ও আগামী দিনের কার্যক্রমের ধারাবাহিক কর্মসূচি সচিত্র প্রতিবেদন তৃনমূল পর্যায়ে জানান দেয়া অত্যাবশ্যক। এ সংস্থার কার্যক্রম বাস্তবায়নে আমাদের সকলের সহযোগিতা অতীব জরুরী।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেজবাহুর রহমান, সাধারণ সম্পাদক আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাব্বিরুল মোস্তফা রাকিব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক সাবিনা ইয়াসমিন, প্রকাশনা সম্পাদক সুফিয়া খাতুন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি