একদিনের বর্ষায় দ্বিগুণ বেড়েছে হিলিতে সবজির দাম
চলতি শীত মৌসুমে তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডার মাঝে এবার দেখা দিয়েছে একদিনের ভারি বর্ষণ। অসময়ে বৃষ্টিপাতটি এক নজিরবিহীন দৃষ্টান্ত মানুষের কাছে। এই একদিনের ভারি বর্ষণের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলির সবজি বাজারের উপর। বৃষ্টির পানির কারণে প্রতিটি সবজির দাম বেড়েছে দ্বিগুণ। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়ছে নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুরেরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক দিন আগে একদিনের অপ্রত্যাশিত বৃষ্টির প্রভাবে দফায় দফায় বেড়ে গেছে শীতকালীন সব সবজির দাম।
দেখা গেছে এক সপ্তাহ আগের ২০ টাকার বেগুন আজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, ২৫ টাকার শিম এখন ৪০ থেকে ৫০ টাকা, ২০ টাকা টমেটো ৪০ টাকা, ২০ টাকার ফুলকপি ৩০ টাকা, ৩০ টাকার শসা ৪০ টাকা, ২৫ টাকার কাঁচামরিচের দাম এখন ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সব প্রকার শাক-সবজির দামও দ্বিগুণ বেড়েছে।
হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। শীতের কারণে ঠিক মতো কামাই-ধান্ধা নাই। তার উপর হঠাৎ সব তরকারির দাম বেশি। বাজারে এসে সব জিনিসের দাম দেখে মাথা ঘুরছে।
কথা হয় লুৎফর রহমানের সাথে, তিনি বলেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম দ্বিগুণ বেড়েছে। বাজারে এসে হিসেব মিলছে না। এতো দাম বাড়লে কি করে চলবো?
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, সপ্তাহ ধরে সব সবজির দাম বৃদ্ধি হয়েছে। বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি।
সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, গত কয়েক দিন আগের একদিনের অসময়ের বৃষ্টির পানির জন্য সবজির দাম বেড়ে গেছে। টানা বৃষ্টিতে কৃষকের সব সবজির আবাদ পানিতে ডুবে গেছে। যার কারণে বাজারে প্রতিটি সবজির আমদানি কম, আমদানি কম হওয়ার জন্য দাম বৃদ্ধি পাচ্ছে।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ