টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে মনসুর রহমান এমপিকে সংবর্ধনা
টিএমএসএস মেডিকেল কলেজের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ঠেঙ্গামারা বগুড়ায় কলেজের কনফারেন্স হলে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য,স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টিএমএসএস মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মনসুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির ক্রান্তি লগ্নে কোভিডকালীন সময়ে দেশের ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছে। এই দূর্যোগে যে সব ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা দেশ ও জাতির কল্যাণে জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে তারা করোনা যুদ্ধে জনগণের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়েছেন।
টিএমএসএস মেডিকেল কলেজ উত্তরবঙ্গ তথা বাংলাদেশের মধ্যে বেসরকারী পর্যায়ে সর্ববৃহৎ হাসপাতাল। এই হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার আশ্রয়স্থল ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কোভিড কালীন সময়ে নিরবিচ্ছিন্ন সেবা দানের মাধ্যমে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালকে ধন্যবাদ জানাচ্ছি। এই হাসপাতাল মানব সেবায় আরও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরমর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, টিএমএসএস মেডিকেল কলেজের ফনেরসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ শাহজাহান আলী, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ গফুর মন্ডল, একাডেমিক কোÑঅর্ডিনেটর অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন, ডোমেইন প্রধান (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহকারী পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সজিবুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তি