বগুড়া অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক্স শ্রমিক ইউনিয়নের অভিষেক সম্পন্ন
বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন, কোন কাজই অবহেলার নয়। ছোট বড় সব কাজই সম্মানের। তাই দেশ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে সেবা দিয়ে যাচ্ছেন মোটর সাইকেল মেকানিক্সরা। সবাই একযোগে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, সংগঠন হলো দাবী আদায়ের প্লাট ফরম। তাই নিজেদের সমস্যা সংগঠনের মাধ্যমে করা সম্ভব। যেকোন সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেন মেয়র বাদশা। তিনি শুক্রবার পৌর অ্যাডওয়ার্ড পার্ক এর উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বগুড়া জেলা অটো মোবাইল ওয়ার্কসপ মেকানিক্স শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত ত্রিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিন্টু ,বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার উদ্দিন । বক্তব্য দেন শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম , নবনির্বাচিক সভাপতি রেজাউল করিম ও সাধারন সম্পাদক লেমন খলিফা । শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে অতিথি দের ক্রেষ্ট ও কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি