শিবগঞ্জের মাঝিহট্টে ভেকুর আঘাতে এক বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল পূর্বপাড়া গ্রামে একটি সরকারী লিজকৃত পুকুরে ভেকু মেশিন (মাটি খনন যন্ত্র) দ্বারা মাটি খননের সময় মেশিনের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মোড়াইল পূর্বপাড়া গ্রামের একটি সরকারী ইজারাকৃত পুকুর এলাকার একটি মসজিদ কমিটির নামে প্রদান করা হয়। পুকুরটি পরবর্তিতে জনৈক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। পুকুরটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় ভরাট হয়ে যায়। একপর্যায়ে বর্তমান ইজারাদার পুকুরটি খননের জন্য ভেকু মেশিন নিয়ে আসেন। শুক্রবার ভেকু মেশিন দিয়ে মাটি খননের একপর্যায়ে উৎসুক দর্শনার্থী এলাকার শাহাদত হোসেনের স্ত্রী বৃদ্ধা মরিয়ম বিবি (৬৫) ভেকু মেশিনের বাকেটের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দেহের সুরাতাহাল প্রতিবেদন তৈরী করেন। ভেকু মেশিনের চালক পলাতক থাকায় এবং ভেকু মেশিনের আঘাতে বৃদ্ধার মৃত্যু হওয়ায় মেশিনটি জব্দ করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, ঘটনাস্থল ইন্সপেক্টর তদন্ত হাসমত উল্লাহ পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দূর্ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ