শিবগঞ্জের কিচক ইউনিয়নে নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন শাখা নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কিচক ইউনিয়নের বেলতলি বাজারে কিচক ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা সাইফুল ইসলাম জোয়াদ্দার এর সভাপতিত্বে ও হুমায়ূন কবির পলাশ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্য’র সদস্য সচিব মোঃ মামুুনুর রশিদ, বগুড়া পৌর শাখার সদস্য সচিব এসএম সাদ্দাম হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য সৈকত আমীন বিদ্যুৎ ও আব্দুল ওয়াহাব, নাগরিক ঐক্য নেতা প্রভাষক সাইদুর রহমান সাগর, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সাইফুল ইসলাম জোয়াদ্দারকে সভাপতি ও হুমায়ূন কবির পলাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কিচক ইউনিয়ন শাখার নাগরিক ঐক্য’র কমিটি গঠন করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ