বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
শতবর্ষ অতিক্রম করা প্রাচীন ও ঐতিহ্যবাহী গোহাইল রোডস্থ উপাসনালয়ে গত শুক্রবার বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রবার্ট রবিন মারান্ডী সভাপতি, মাইকেল আশের বেসরা সম্পাদক, টোনাম সরকার কোষাধ্যক্ষ, প্রাচীনদ্বয় আলবার্ট সঞ্জয় বিশ্বাস, এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, পরিচারকদ্বয় বুলবুল ব্যাপারী জর্জেট, আলবার্ট সঞ্জীব বিশ্বাস, পরিচারিকাদ্বয় ছবি বিশ্বাস, বিথীকা বিশ্বাস, সান্ডেস্কুল সুপার পালক সৌরভ বিশ্বাস ও গিলবার্ট মৃধাকে পালক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি বলেন, প্রভূর রাজ্য বিস্তারে সবাইকে এক ঐক্যে কাজ করতে হবে। মন্ডলীর সার্বিক কল্যাণে এগিয়ে আসতে হবে যেন আমাদের সকল কাজের মধ্য দিয়ে প্রভূর গৌরব হয়।

প্রেস বিজ্ঞপ্তি