নন্দীগ্রামে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা
আগামী ১৯ ফেব্রুয়ারি বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে। শনিবার দুপুরে অস্থায়ী কার্যালয়ে এ সভা করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় সভায় বিশেষ ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা আখতারুজ্জামান তুষার, সদস্য বজলার রহমান বকুল।
এসময় উপস্থিত নন্দীগ্রাম পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুমন, ভাটরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আহাদ আলী, সাধারণ সম্পাদক জহুরুল, বুরুইল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সবুজ হোসেন, সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১৯ ফেব্রুয়ারি নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নিধারন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি