বগুড়া সদরের রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়বাংলা হাট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত নেতা বজলার রহমান বকুল।
রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুর রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু জাফর ফরাজী। প্রধান বক্তা ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক প্রভাষক শহিদুল ইসলাম, আব্দুল মান্নান বাচ্চু।
এসময় উপস্থিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস কে হৃদয় খান মিন্টুসহ প্রমুখ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আব্দুর রায়হান কে সভাপতি, মতিয়ার রহমান কে সহ-সভাপতি, ইব্রাহীম কে সাধারণ সম্পাদক, কাজিজুর রহমান কে সাংগঠনিক সম্পাদক ও খালেদুল ইসলাম কে প্রচার সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি