পঞ্চগড়ে পুলিশের অভিযানে চালু হয়েছে বডি ওর্ন ক্যামেরা
পঞ্চগড়ে পুলিশের অভিযান ও ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে এখন থেকে থাকবে বডি ওর্ন ক্যামেরা। রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত প্রশিক্ষন শেষে পুলিশ কর্মকর্তাদের শরীরে ক্যামেরা স্থাপন করে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বিপিএম-সেবা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম ও রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী কামরুল হাসান, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলমসহ ট্রাফিক পুলিশ, থানার পরিদর্শক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান বডি ওর্ন ক্যামেরা বিষয়ে বিস্তারিত ব্যবহার সম্পর্কে উপস্থিত সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পুলিশের অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার জন্য এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা নেতিবাচক প্রশ্ন তুলেন অপরাধীরা। এ কারনেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবেন। প্রাথমিকভাবে জেলার পাঁচ থানায় ১০টি ও ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে ২টি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তিতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে পুলিশের অভিযানে। প্রশিক্ষন শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।

পঞ্চগড় প্রতিনিধি