অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই জীবনের সার্থকতা: দুলু
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু বলেছেন, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই জীবনের সার্থকতা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি। যাদের সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে মানুষের মন যোগাতে হবে। সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত, এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব।
তিনি আরো বলেন, দুঃস্থ, গৃহহীন, অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দ্বীন-দুখীর দুঃখ মোচনে বহুমুখী উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করছেন। যেন লাল-সবুজের ভূখন্ডে একটি মানুষও কষ্টে দিনাতিপাত না করে। তিনি মানবতার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে গোটা দুনিয়া জুড়ে। এ সরকার ক্ষমতায় আসার পর হতে দুখী মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। গৃহহীনরা পেয়েছে গৃহ, বেকারত্বরা পেয়েছে কর্মসংস্থান, অবহেলিতরা ফেলেছে স্বস্তির নিঃশ্বাস।
রোববার সকালে শহরের ফুলদীঘি এলাকার অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের অর্থায়নে চাল ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মাশরুক আল রহমান অরিত্র, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, রাফি, রুহুল, সাইফুলসহ প্রমুখ।
করোনাকালীন সময়ে উপার্জনক্ষম অসহায় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল ও কম্বল বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি