বানারীপাড়ায় বিদ্যালয়ের মানোন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বরিশালের বানারীপাড়ায় ৩দিনব্যাপি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে এসএমসির সভাপতি ও সদস্য সচিবদের ভূমিকা শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় ইউআরসি মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
বিশেষ অতিখি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ইউআরসির ইন্সট্রাক্টর জাহাঙ্গির হোসেন ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) সুশান্ত কুমার বিশ্বাস।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় দিনভর অনুষ্ঠিত এ কর্মশালায় এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া প্রেসক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাদ সুমন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবর রহমান প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি