বাড়িতে পৌঁছে দিচ্ছে জন্ম সনদ, খুশি বোয়ালদাড় ইউনিয়নবাসী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে জন্ম সনদ পৌঁছে দিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান ছদরুল ইসলাম। বাড়িতে বসে এধরনের সেবা পেয়ে খুশি পুরো ইউনিয়নববাসী।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাকিমপুর উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান ছদরুল ইসলাম ইউপি পরুষ ও মহিলা সদস্যদের সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। আর শূণ্য থেকে ৪৫ দিন বয়সের শিশুদের বিনামূল্যে জন্ম সনদ মায়ের হাতে তুলে দিচ্ছেন। এসময় উপহার হিসেবে ঐশিশুকে নতুন তোয়ালা ও ফুল এবং শিশুর মাকে মিষ্টি মুখ করাচ্ছেন তিনি। বাড়িতে বসে সেবা পাওয়া যাচ্ছে, পরিষদে ধর্না ধরতে হয় না। এই কার্যক্রমকে সাধুবাদ জানায় ইউনিয়ন বাসী।
হাকিমপুরের ২ নং বোয়ালদাড় ইউনিয়নের রিনা বেগম বলেন, ইউনিয়ন পরিষদে সন্তানদের জন্ম নিবন্ধন করতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়, সেখানকার লোক জন বলে আজ হবে না কাল আবার কখনো টাকা বেশি চায়। কিন্তু এই চেয়ারম্যান আসার পর গ্রামপুলিশকে খবর দিলে বাড়ি থেকে এসে কাগজপত্র নিয়ে যাচ্ছে। জন্ম নিবন্ধনের কাগজ করে বাড়িতে এসে চেয়ারম্যান নিজে পৌঁছে দিচ্ছেন। আবার আমার বাচ্চার জন তোলা, ফুল ও মিষ্টি নিয়ে আসছেন, আমি অনেক খুশি।
ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাজেদুল হক বলেন, এই সেবা চালু করায় আমাদের অনেক উপকার হয়েছে। এতে সময়ের পাশাপাশি আমাদের ভোগান্তি কমে আসবে। আমরা চায় এটার ধারাবাহিকতা বজায় থাকবে।
রফিকুল ইসলাম বলেন, নিসন্দেহে এটি একটি ভালো কাজ বর্তমান সময়ে যেখানে জন্ম নিবন্ধন পেতে ভোগান্তিতে পড়তে মানুষকে সেখানে বাড়িতে পৌঁছে দিচ্ছেন তিনি। এটাই খুবই ভালো কাজ।
হাকিমপুর উিপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, যেহেতু ইউনিয়ন পরিষদে জন্ম সনদ পেতে এসে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। তাই সেবা প্রত্যাশীদের কথা চিন্তা করে ব্যতিক্রম এই উদ্যোগ আমি নিয়েছি। কাউকে পরিষদের আসতে হবে না তারা শুধু তথ্য দিয়ে সহযোগিতা করবে আমরা ১ -৪৫ দিনের মধ্যে জন্ম সনদ বাড়িতে গিয়ে পৌঁছে দিবো। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ