সৈয়দপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ ও আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোনায়মুল হক।
এতে সভাপতিত্ব করেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তারক বন্ধু বর্মা, নিজামুল হক, রুহুল আমিন, পীযুষ কান্তি রায়, মো. মোশাররফ হোসেন, নীপা রাণীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম শীতার্তদের হাতে ওই কম্বল তুলে দেন।
ওই দিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: