জম্ম ও মৃত্যু নিবন্ধন ব্যাপারে কঠোর কাহালুর ইউএনও মাছুদুর রহমান
এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জম্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ সালের ৫ (১), ৬ ক এবং ৮ (১) ধারা অনুয়ায়ী সকলের জন্য জম্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছে। আইনের এ নির্দেশনা কেউ না মানলে তিনি আইন লঙঘনকারী হিসেবে গণ্য হবেন এবং অনাধিক ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন। তিনি আরও বলেন, এখন বিদ্যালয়ে ভর্তি, চাকুরীতে নিয়োগ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র সহ ১৯টি ক্ষেত্রে জম্ম নিবন্ধন সনদ আবশ্যক। আবার জম্ম নিবন্ধন ব্যতীত কোন মৃত্যু নিবন্ধন করা যাবে না এবং মৃত্যু নিবন্ধন না হলে উত্তরাধিকার নিশ্চিত করা যাবে না। শিশুর পিতা বা মাতা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি শিশুর জম্মের ৪৫ দিনের মধ্যে জম্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের (সংশ্লিষ্ট পৌরসভা মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) এর নিকট প্রদানের জন্য বাধ্য থাকবেন। এছাড়া মুত্যু নিবন্ধনও বাধ্যতামূলক। কোন ব্যক্তির মৃত্যুর পর মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি ৪৫ দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের (সংশ্লিষ্ট পৌরসভা মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) এর নিকট প্রদানের জন্য বাধ্য থাকবেন। ধারা ২১ (১) এই আইন বা তদধীন বিধির কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি অনাধিক ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন। উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কোন, যদি কোন ব্যক্তি জম্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য মিথ্যা তথ্য প্রদান করেন বা এমন কোন লিখিত বর্ণনা বা ঘোষনা প্রদান করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া জানেন বা বিশ্বাস করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনাধিক ৫ হাজার টাকা অর্থদন্ডে অথবা অনাধিক ১ বছর কারাদন্ডে অথবা উভয়দন্ডে দন্ডনীয় হইবেন। পরিশেষে তিনি কাহালুবাসীকে জম্ম নিবন্ধনের অনুরোধ জানান।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ