ভালবাসা দিবসে এতিমদের পাশে মানবতার ফেরিওয়ালা আলাল
এতিমরা বিধাতার সবচেয়ে প্রিয়। আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) তিনি নিজেও এতিম ছিলেন। সকলেরই জানা এতিম শিশু রাস্তায় কান্নারত থাকাকালীন ঈদের নামাজ শেষে প্রিয় নবী বাড়িতে এনেছিলেন। এ গুরুত্ব অনুধাবন করে আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল ছুটে যান বগুড়া সরকারি শিশু পরিবারের ভালবাসা বঞ্চিত শিশুদের মাঝে। যাদের কাছে ভালবাসা শব্দটি ছিল অনেক আবেগ প্রবণ, কিন্তু শব্দটির রূপ পাল্টে গিয়ে নাচেগানে মেতে উঠেছে তারা। ছোট একটা লাল গোলাপ হাতে পেয়ে তাদের চোখে মুখে ভালবাসায় সুভাসিত অব্যক্ত কথা, আমাদেরও পৃথিবীতে কেউ আছে।
এ মায়ার জগতে মায়াহীন যারা তারাই বোঝে মায়া-মমতার যন্ত্রণা। ফাগুনের প্রথম দিবসে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সবাই আশা করে একটু হাসির ঝলক, একটু ভালবাসা, একটু প্রেম, একটু আদর, একটু সহানুভুতির সুদৃষ্টি। এ প্রত্যাশার ক্ষণ গুনতে গুনতে দিবসের মধ্যাহ্নে মন উজাড় করা ভালবাসা নিয়ে আসেন মানবতার ফেরিওয়ালা হাসান আলী আলাল।
এসময় তিনি বলেন, যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর দু:খ মোচনে তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব। তারাও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে। আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে সরকারি শিশু পরিবারে সংস্থার চেয়ারম্যান হাসান আলী আলাল এতিম শিশুদের মাঝে স্ব-হস্তে লাল গোলাপের শুভেচ্ছা ও উন্নতমানের খাবার পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রীপা মোনালীসা, সঙ্গীত শিল্পী সালমা নবী ঝরনা, সমাজসেবক ওয়াসি রহমান, বি বয়েজের বিপু, স্মরণী, সুমন, আকরিয়া কেয়ার ফাউন্ডেশনের চীফ পেট্টোনাইজ হুসেইন মোঃ শাহাদত লিটন, সংস্থার ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক আজাহার আলী, শাহনাজ বেগম, মাহফুজা নাজমিন নাহার, সামছুল হক, ইমরান আলীসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি