বগুড়ায় গ্রাহকের মৃত্যুদাবী চেক হস্তান্তর করলো এলআইসি বাংলাদেশ
বগুড়ায় এক নারী গ্রাহকের মৃত্যুর ১ মাসের মধ্যেই নমিনি স্বামীর হাতে জীবন রক্ষক পলিসির ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে এলআইসি বাংলাদেশ লিমিটেড। সোমবার দুপুরে শহরের বড়গোলা এলআইসি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
মৃত্যুবরণকারী গ্রাহক জবা রানী সাহার স্বামী ব্যাংকার অতুল কুমার সাহার হাতে এই চেক তুলে দেন প্রধান অতিথি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) বাংলাদেশ লিমিটেড এর চীফ মার্কেটিং অফিসার অভিজিৎ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতে সরকারিভাবে বছরের পর বছর ধরে এলআইসি গ্রাহকদের সেবা প্রদানে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। যার ধারাবাহিকতাতে ২০১৬ সাল থেকে বাংলাদেশে এবং ২০১৭ সাল থেকে বগুড়ায় এলআইসি’র কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সারাদেশে ১২টি শাখা এবং কাছাকাছি ৫০টির বেশি এজেন্সি অফিসের মাধ্যমে তারা গ্রাহকদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষনে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। গ্রাহক সুরক্ষা ও বিশ^াসযোগ্যতার সাথে তারা সর্বদা দ্রুততম সময়ে গ্রাহকের পলিসি কিংবা সঞ্চয় অনুযায়ী প্রাপ্য পৌঁছে দিতে অঙ্গিকারাবদ্ধ।
হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলআইসি’র সাবেক এমডি অরুপ দাশগুপ্ত, বগুড়া ব্রাঞ্চ হেড দেবাশীষ কুমার পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শ্যামসুন্দর সাহা, ব্রাঞ্চ ম্যানেজার আলতুনিয়া প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার