বগুড়ায় দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম থানার ওসি পদে রদবদল
বগুড়া জেলার অন্যতম দুই গুরুত্বপূর্ণ থানা দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার বিকেলে বদলীর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
গত ১২ই ফেব্রুয়ারী জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীকে নন্দীগ্রাম থানায় ও নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদকে দুপচাঁচিয়া থানায় বদলি করা হয়েছে। থানা এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, জেলা পুলিশের এই দুই পুলিশ কর্মকর্তায় দক্ষতার সাথে নিজ নিজ এলাকাতে দায়িত্ব পালন করেছেন। ওসি হাসান আলী দুপচাঁচিয়াতে ইতিমধ্যেই অধিকাংশ এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনেছেন। এছাড়াও জনবান্ধব স্বচ্ছ পুলিশিং ব্যবস্থা প্রণয়ন করেছেন থানা এলাকায়। জানা যায়, মাদক, সন্ত্রাস, বালু সিন্ডিকেট কে রুখে দিয়ে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রণয়নে এই দুই ওসি বিগত সময়ে নিজেদের কাজে বেশ সুনাম কুড়িয়েছে নিজ নিজ থানা এলাকায়।
মুঠোফোনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর সাথে কথা বললে তিনি জানান, নিয়মিত বলির অংশ হিসেবে দুই ওসির রদবদল করা হয়েছে। তারা সোমবার বদলীকৃত কর্মস্থলে যোগদান করেছেন।

ষ্টাফ রিপোর্টার