বগুড়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুন্ডুর পরলোকগমন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পরপর চারবার নির্বাচিত দুপচাঁচিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সংগঠনের বগুড়া জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার কুন্ডু রবিবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ঢাকা এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকে গমন করেছেন। (ওঁ দিব্যান্ লোকান্ সঃ গচ্ছতু)। যার শেষকৃত্যানুষ্ঠান সোমবার দুপুরে দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়িতে সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করলেও সার্টিফিকেটের অভাবে তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেননি। মৃত জয়ন্ত ছাত্রজীবন থেকেই কম্যুনিস্ট রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই পুত্রবধু, এক নাতী, দুই নাতনীসহ বহু গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী, প্রিয়জন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি জুলফিকার আলী, সাবেক সভাপতি ছমির উদ্দিন, সংগঠনের দুপচাঁচিয়া উপজেলার সভাপতি বেলাল হোসেন, দুপচাঁচিয়া উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শিক্ষক মখছেদুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার, সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন, আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আমিনুল মহলদার, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুপচাঁচিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সপ্তর্ষি সংঘের সভাপতি শেখ ফেরদৌসী মোহাম্মদ গোলাপ, অধ্যাপক পীযূষ চৌধুরী, শিক্ষক সুদেব কুণ্ডু, জাসদ নেতা আলাউদ্দীন ফকির, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি অসীম দাস, স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মহিদুল ইসলাম, শিক্ষক বিপুল মোহন্ত প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার