বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সের সত্ত্বাধিকারী আর.এম ইউনুস এর মাতার ইন্তেকাল
পূর্ব বগুড়ার সর্বজনপরিচিত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরহুম এ.এম ইউনুস (সাহেব) এর স্ত্রী এবং মধুবন সিনেপ্লেক্স এর সত্ত্বাধিকারী আর.এম ইউনুস রুবেলের মাতা কানিজ জোহরা ইউনুস ইন্তেকাল করেছেন। সোমবার ভোর আনুমানিক ৩.৫৫ মিনিটে ঢাকায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল আনুমানিক ৮৪ বছর।
সোমবার বিকেলে শহরের চেলোপাড়ায় নিজ বাসভবনের পাশে তার স্বামী এ.এম ইউনুস সাহেবের কবরের পাশে তাকে কবর দেয়া হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর চাচী ছিলেন মরহুমা কানিজ জোহরা ইউনুস। যার পারিবারিকসূত্রে জানা যায়, জীবনদশায় তিনি অত্যন্ত মেধাবী ও গুণী ছিলেন। আগের যুগ হিসেবে পড়াশোনায় যেমন ছিলেন মেধাবী তেমনি সৃজনশীল কাজেও তিনি ছিলেন অনবদ্য। ধর্মীয় সকল অনুশাসন মেনে নিজের ৩ সন্তানকেই করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত। তার বড় ছেলে মধুবন সিনেপ্লেক্সের সত্ত্বাধিকারী আর.এম ইউনুস রুবেল তার রত্নগর্ভা মায়ের জন্যে সকলের কাছে সৃষ্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন।

ষ্টাফ রিপোর্টার