ইসলামিয়া আরিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ। সোমবার সকালে ফাজিল পরীক্ষা চলাকালে কেন্দ্রে করোনাকালীন বিধি-নিষেধ প্রতিপালনের সার্বিক অবস্থা সরেজমিন যাচাইয়ের অংশ হিসেবে তিনি আকস্মিক পরিদর্শনে আসেন।
উপাচার্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হাসান মাশহুদ। সরকারি নীতি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করায় এসময় তিনি সন্তুষ্ঠি প্রকাশ করেন।
প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান বগুড়া সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, ফাজিল পরীক্ষার কেন্দ্র সচিব ও মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্পাদক জি এম শামছুল আলম, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল ও মোঃ মিজানুর রহমান এবং প্রভাষক হোসনে ফেরদৌস। এসময় বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক