কাহালুর ৮টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ সালে অনুষ্ঠিত ৮টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনে নব-নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল মতিন সরকার, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু প্রেস কাবের সভাপতি ইউনুস আলী টনি, সহ-সভাপতি এম এ কাদের, প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, রুহুল আমিন, সাইফুল ইসলাম সাইফ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, সদস্য আব্দুস ছালেক তোতা, সরদার এ কে এম রেজাউল হক, এ টি এম খালেকুজ্জামান মিঠু, মুনসুর রহমান তানসেন সহ নব-নির্বাচিত ৯৬ জন ইউ পি সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি