বগুড়ায় ব্র্যাকের পরিবেশবান্ধব ১০ লাখ ৯ হাজার মাস্ক বিতরণের উদ্বোধন
'ব্র্যাক' যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা 'হ্যান্স ব্র্যান্ডস ইনক' প্রদত্ত পরিবেশবান্ধব পুনরায় ব্যবহারযোগ্য ১০ লাখ ৯ হাজার মাস্ক বগুড়া জেলায় বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এর কাছে ১ লাখ ৪৫ হাজার মাস্ক হস্তান্তর করেন ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া।
এদিন দুপুরে মাস্ক বিতরণকালে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক জানান, 'ব্র্যাক' যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা 'হ্যান্স ব্র্যান্ডস ইনক' প্রদত্ত পরিবেশবান্ধব পুনরায় ব্যবহারযোগ্য ৫ কোটি ৬০ লাখ মাস্ক সারা দেশে বিতরণ করবে । এই কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া জেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ৯ হাজার মাস্ক বিতরণ করা হবে। কাপড়ের তৈরি সুতি মাস্কটি পুনরায় ব্যবহারযোগ্য। বগুড়া জেলার ১২টি উপজেলায় এই পরিবেশবান্ধব মাস্ক গুলো বিতরণ করা হবে। জেলা প্রশাসকের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার মাস্ক বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু কারা হয়েছে। অবশিষ্ট মাস্ক গুলো, ব্র্যাক স্বাস্থ্য সেবিকার মাধ্যমে ৩ লাখ ৯ হাজার ৭০০টি, ব্র্যাক স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ৬৪ হাজার ৮০০টি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৫০০টি, ব্র্যাক কর্মসূচির সদস্যদের ১লাখ ৮ হাজারটি, কমিউনিটি লিডার, মসজিদ, মাদ্রাসায় ৬০ হাজারটি, স্থানীয় এনজিও'র মাধ্যমে ২৫ হাজারটি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ৮১ হাজারটি, সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে ২৯ হাজারটি মাস্ক বিতরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি