পোরশায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ
নওগাঁর পোরশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন ও সংরক্ষিত আসনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান। অনুষ্ঠানে উপজেলার ৬ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি