হিলি মন্ডল ফার্মেসির ঔষধ খেয়ে ২৫ জোড়া কবুতরের মৃত্যু, ইউএনও'র অভিযান
দিনাজপুরের হিলি বাজারে লাইসেন্স বিহীন ভেটেরিনারি মন্ডল ফার্মেসি। এই ফার্মেসির মেয়াদ উতীর্ণ গবাদিপশুর ঔষধে ২৫ জোড়া কবুতর মারা যায়, যার মুল্য ৭৬ হাজার টাকা। খবর পেয়ে মন্ডল ফার্মেসিতে অভিযান চালান ইউএনও। মেয়াদবিহীন গবাদিপশুর ঔষধ রাখায় ভোক্তা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমা সহ ফার্মেসিটিকে বন্ধ করে দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হিলি বাজারের বড় মসজিদের সামনে মেসার্স মন্ডল ফার্মেসিতে অভিযান পরিচালনা এসব দণ্ড প্রদান তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, হিলি বাজারে লাইসেন্স বিহীন ভেটেরিনারি মন্ডল ফার্মেসিতে মেয়াদ উতীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এই ফার্মেসিতে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে গবাদিপশুর মেয়াদ উতীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়াও নেই এই ফার্মেসির ভেটেরিনারির লাইসেন্স।
তিনি আরও বলেন, লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উতীর্ণ ঔষধ পাওয়ায় ২ হাজার টাকা জরিমা করা সহ এই মন্ডল ফার্মেসিকে বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে কবুতর খামারী ইয়াসিন আরাফাত বলেন, এই মন্ডল ফার্মেসি থেকে আমি আমার উন্নত প্রজাতি ২৫ জোড়া কবুতরের জন্য ঔষধ নিয়ে যায়। ঔষধ খেয়ে আমার কবুতরগুলো মারা যায়, তাতে আমার ৭৬ হাজার টাকা ক্ষতি হয়। ক্ষতি পুরন হিসেবে মন্ডল ফার্মেসি আমাকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা শেষে দেয়নি।

নিজস্ব প্রতিবেদক