হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলাটি উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এমেলায় ৪৮ টি স্টল বসিয়েছে খামারীরা।
বুূধবার দুপুরে হাকিমপুর উপজেলা চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন খামারীদের ৪৮ টি পশুপাখির স্টল বসানো হয়।
প্রদর্শনী মেলায় প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রতন কুমার শাহা।
প্রাণিসম্পদের প্রদর্শনীয় মেলায় রয়েছে, গরু, ছাগল, ঘোড়া, মুরগী, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতি পাখি। এছাড়াও বসানো হয়েছে পশু খাদ্যের স্টল।

দিনাজপুর প্রতিনিধিঃ