দৈনিক যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের কমিটি গঠন
পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের বড়গোলা, টিনপট্টির কার্যালয়ে সর্বসম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যনুরাগী ফোরকান জামানকে সভাপতি এবং সমাজসেবক ও সংগঠক শফিউল ইসলাম শিম্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি শহিদুল্লাহ কায়সার মিথুন ও তৈয়ব আলী ধলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শেখ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ শেখ লিটন, দপ্তর সম্পাদক রাহুল আল আমিন এবং প্রচার সম্পাদক সম্রাট সাহা। চারজন সদস্য হলেন: আশিকুর রহমান নয়ন, জাকিরুল ইসলাম রাজিব, রুদ্র সরকার এবং সিরাজুল ইসলাম বাপ্পি। এছাড়া নির্বাচিত চার উপদেষ্টা হলেন: দৈনিক যুগান্তর বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী ইসকেন্দার আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলে রাব্বী মিথুন। সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমুল হুদা নাসিম কমিটির সদস্যদের নাম ঘোষণা ও সকলকে অভিনন্দন জানান।
পরে নব-নির্বাচিত সভাপতি ফোরকান জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপদেষ্টা নাজমুল হুদা নাসিম, ইসকেন্দার আলী, ফজলে রাব্বী মিথুন, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শিম্পু প্রমুখ। বক্তারা স্বজন সমাবেশের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সকালে শহরের বড়গোলা টিনপট্টির দৈনিক যুগান্তর কার্যালয় থেকে র্যালি নিয়ে শহীদ খোকন পৌর পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া বেসরকারি সংস্থা আমাল ফাউন্ডেশনের উদ্যোগে ও যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের সহযোগিতায় শহরের সাতমাথায় মাস্ক বিতরণ করা হবে।

ষ্টাফ রিপোর্টার