শিবগঞ্জে নিরাপত্তা চেয়ে এক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের মৃত আলী আকবর প্রাং এর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলিউর আজিম বুধবার শিবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন একই গ্রামের মৃত: জালাল উদ্দিন এর ছেলে রুহুল আমিন পুলিশে চাকুরী করার কারণে তার ছত্রছায়ায় একই গ্রামের তানভীর, আমিন, শাকিল সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২০ শতক জমিতে লাগানো সরিষা তুলতে বাঁধা প্রদান করে। এমনকি তারা উক্ত জমিতে পানি দিয়ে সরিষা নষ্ট করে ফেলেছে। প্রতিপক্ষরা আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর, শ্যালমেশিন ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে প্রায় অর্ধলাধিক টাকার ক্ষতি সাধিত হয়। তিনি আরো অভিযোগ করে বলেন শুধু তাই না কিছুদিন পূর্বে জামুরহাট বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষরা পথরোধ করে। এসময় তারা আমার নিকট থেকে ২ লক্ষাধিক টাকা চাঁদা দাবী করে । আমি তাদের চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষরা আমাকে মারপিট করে আমার কাছে থাকা দোকানের মালামাল বিক্রয়ের ৮৫ হাজার টাকা জোরপূর্বক ভাবে কেড়ে নেয়। এসময় তারা আমাকে বেধরক ভাবে মারপিট করে এবং খুন জখম ভয়-ভীতি প্রদান করে। এ ঘটনা গোটা এলাকার মানুষ অবগত রয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একই গ্রামের আঃ রহিম আতাউর রহমান, আঃ রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি