শিবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপজেলা কার্যালয়ের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বুধবার প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ মোনতাসির মামুন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ববি রানী সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা এনএটিপি-২, ডাক্তার মোঃ মাহমুদুল হাসান সাগর, উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোমিন প্রমুখ। বক্তরা বলেন “ডিম, দুধ, মাংস খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই” এবং পুষ্টি সেবা দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার প্রাণী সম্পদ দপ্তরের আওতায় খামারীরা তাদের প্রাণী সম্পদ পশু-পাখি ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি