প্রানী সম্পদকে আরও সমৃদ্ধ করতে হবে: এমপি শাহে আলম
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রাণী সম্পদকে আরও সমৃদ্ধ করতে হবে। বেকারত্ব দূরীকরণে পশুপাখি পালণে শিক্ষিত যুবক-যুবতিদের এগিয়ে আসতে হবে।
বুধবার বিকালে বরিশালের বানারীপাড়ায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বানারীপাড়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা উজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারী সার্জন ডা. শাওন আহম্মেদ ও ডা. মোনামী রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম সরদার,ডা.আব্দুর রাজ্জাক ও ডা. ফিরোজ আলম,এমপির এপিএস জসিম উদ্দিন মোল্লা,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,উপজেলা যুবলীগ নেতা সুমম রায় সুমন,তপু খান ও মশিউর রহমান সুমন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষান্তে প্রদশর্নীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি