সাপাহারে নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন
নওগাঁর সাপাহারে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের ৭২জন নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি অফিসার মোসা: শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচাজর্ (ওসি) তারেকুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোরশেদ মঞ্জুর কবির লিটন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ৬ ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি