পঞ্চগড়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক অবহিতকরণ সভা
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (উই) প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ’র অর্থায়নে ওই অবহিতকরণ সভার আয়োজন করে বিকাশ বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক।
বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আতিকুর রহমান, উপজেলা সমন্বয়কারী রেহানা পারভীন, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান প্রমূখ। অবহিতকরণ সভায় বিভিন্ন দলের সদস্য ইউপি চেয়ারম্যান ও সদস্য, গণমাধ্যমকর্মী ও চা প্রকল্পের উপজেলা এসোসিয়েশনের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি