পঞ্চগড়ে অংশিজনদের সাথে ফলাফল পর্যালোচনা কর্মশালা
পঞ্চগড়ে কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে অংশিজনদের সাথে ফলাফল পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় টিএলএমআইবি’র হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আলো সোসাইটি ঢাকার সহযোগিতায় পঞ্চগড় জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
জেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মাছুম আলী, সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকল্যাণ সংগঠক ওয়ালিউল হক ও উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজাউর রহমান। আলো সোসাইটির সিআরপি মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন টিএলএমআইবি’র সিডিএফ ওমর ফারুক সুমন। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি