শিবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক হানিফ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার মীরের চক গ্রামের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ জনসংঘ পাবলিক লাইব্রেরী সভাপতি বিশিষ্ট ক্রীড়া পরিচালক (রেফারী) অবসর প্রাপ্ত শিক্ষক হানিফ উদ্দিন (৭৬) বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি-------রাজিউন।দীর্ঘদিন যাবত তিনি উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিস রোগ ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয় স্বজন সহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংসদ স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আজিজুল হক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামছুল হক মোল্লা, শিবগঞ্জ জনকল্যাণ সংঘ পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহীনু আলম মাষ্টার, পৌর কাউন্সিলর খ.ম শামিম, রবিউল ইসলাম, থানা বিএনপি সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শিক্ষক জামাল উদ্দিন, গুলজার রহমান, আব্দুর রাজ্জাক, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, বজলুর রহমান, আব্দুর রউফ রুবেল, সাজু মিয়া, স্ট্যাম্প ভেন্ডার মাহেদুল ইসলাম লাকী, মতিয়ার রহমান মতি, মনোয়ার হোসেন, শ্রমিক নেতা মাসুদ মিয়া, আব্দুল জলিল, গোলাম রসুল, মোতলেব প্রমুখ। বাদ মাগরিব শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া মসজিদ সংলগ্ন ইদগাহ মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: