বগুড়ায় অভিনেতা শাহাদৎ ও ক্রিকেটার মুশফিককে সংবর্ধনা
দি রান স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় অভিনেতা শাহাদৎ হোসেন ও ক্রিকেটে অবদান রাখায় দেশসেরা ক্রিকেটার মুশফিকুর রহীমকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া মাটিডালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব হামিদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।
অনুষ্ঠানে স্কুলের ইংরেজি দুই শিক্ষক আমজাদ শোভন ও ফারুক হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দি রান স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি বগুড়া থেকে নির্মিত করেন সুপিন বর্মন। চলচ্চিত্রটি ইরান ও তুরস্কের চলচ্চিত্র উৎসবে মোট ৫টি পুরস্কার অর্জন করে। এই চলচ্চিত্রে অভিনয় করেন শাহাদৎ হোসেন, পৃথিবী, রোহিত, মশিউর, রবিউলসহ অনেকে।

ষ্টাফ রিপোর্টার