বগুড়ায় সার্টিফিকেট পেলেন ৫০ জন কেমিস্ট-ফার্মাসিস্ট
বগুড়া নর্থবেঙ্গল এসোসিয়েশন অব মেডিসিন ম্যানুফ্যাকচারারর্সের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শহরের শেরপুর সড়কের রোচাস্ রেস্টুরেন্টে কেমিস্ট ও ফার্মাসিস্টদের এক বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে।
নর্থবেঙ্গল এসোসিয়েসন অব মেডিসিন ম্যানুফ্যাকচারার্স বগুড়ার সভাপতি ও দৈনিক জয়যুগান্তর পত্রিকার প্রকাশক-সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পর্যায়ক্রমে ৫০ জন কেমিস্ট ও ফার্মাসিস্টকে সার্টিফিকেট তুলে দেন ঢাকার ঔষধ প্রশাসনের অধিদপ্তরের পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ।
আয়োজকরা জানান, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে বকশিবাজারের নিজ কার্যালয়ে ৫০ জন কেমিস্ট ও ফার্মাসিস্টকে জিএমপি (গুড ম্যানুফ্যাকচারার্স প্র্যাক্টিস) প্রশিক্ষণ দেওয়া হয়। বগুড়া ঔষধ প্রশাসনের অধিদপ্তরের পরিচালক শরিফুল ইসলাম মোল্লা বছরব্যাপী এই প্রশিক্ষণ দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়ার ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা ও নাটোর জেলার ঔষধ তত্ত্ববধায়ক শরিফুল ইসলাম।

ষ্টাফ রিপোর্টার