বগুড়ায় ২ ক্লিনিকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা
মেয়াদ উত্তীর্ণ প্যাথলজি রিএজেন্ট, ঔষধ এবং আইন অমান্য করে প্রয়োজনীয় অনুমতিপত্র ও লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করায় বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার ২টি ক্লিনিক যথাক্রমে রুপালী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আস্থা ক্লিনিক কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস ও খালিদ বিন মনসুর এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী রুপালী ক্লিনিক কে ১ লক্ষ এবং আস্থা ক্লিনিক কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে জলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস জানান, বগুড়া সিভিল সার্জন এর কার্যালয়ের ডাক্তারবৃন্দের মতামত অনুযায়ী হাসপাতাল দুটি চিকিৎসা ও অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য অনুপযুক্ত এবং সেবার মান অত্যন্ত নাজুক যা রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি জানান, বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হকের নেতৃত্ব ও দিক-নির্দেশনায় এমন অভিযান অব্যাহত থাকবে।

ষ্টাফ রিপোর্টার