পোরশায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের খাদ্যমন্ত্রীর সংবর্ধনা
নওগাঁর পোরশা উপজেলার ৬ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
শনিবার দুপুরে উপজেলার সারাইগাছী বাজারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজান আলী, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ প্রমুখ। এর পূর্বে খাদ্যমন্ত্রী সারাইগাছী খাদ্য গুদামে ধানের বীজ সংরণের পারিবারিক সাইলো ও সেচ লাইসেন্স কৃষকদের মাঝে বিতরণ করেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি