সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা
আগামী ২৩ মার্চ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা কৃষক লীগের আহবায়ক আজিজুল বারী টেপার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, সারিয়াকান্দি পৌর মেয়র মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা মাকছুদুল হাসান রুহেল, সদস্য বজলার রহমান বকুল।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম দুখুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১৩টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১৩ মার্চ সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নিধারন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি