কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ
বগুড়ার কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসা মাঠে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আতিক মাহমুদ।
উক্ত কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের সত্ত্বাধিকারী বিশিষ্ট মৎস্য চাষী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।
কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ সুজন এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক এর এস আই রোজিনা রেজা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠন অতি অল্প সময়ে তাদের কর্মকান্ডে সকল শ্রেণীর মানুষের কাছে প্রশংশিত হচ্ছেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ