বগুড়া গাবতলীতে জাকির হত্যাকারীদের শাস্তি’র দাবীতে মানববন্ধন
নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সদস্য জাকির হোসেন হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে গাবতলীর জাগুলী বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রামেশ^রপুর জাগুলী গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধনে আয়োজন করা হয়।
মানববন্ধন বক্তারা বলেন, আসামিরা হাইকোর্ট থেকে অস্থায়ীভাবে জামিন নিয়ে এসে হত্যা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। এ ছাড়া মামলার বাদী ও স্বাক্ষীদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫জানুয়ারী/২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে স্থানীয় জাগুলী স্কুল মাঠে দুর্বৃত্তদের এলোপাতারী ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন নিহত হয়। এ ঘটনায় নিহত সামিউল ইসলাম জাকির হোসেনের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে ৭ জানুয়ারী গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ষ্টাফ রিপোর্টার