কাহালু উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা
আগামী ৬ মার্চ বগুড়ার কাহালু উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়ায় কৃষক লীগকে শক্তিশালী ও সাংগঠনিক গতিশীল বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নে এ সরকার নানা পদক্ষেপ নিয়েছেন। কৃষকদের অধিকার আদায়ে এ সরকার বদ্ধপরিকর।
উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলার সাধারণ সম্পাদক অঞ্জন কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা আখতারুজ্জামান তুষার, সদস্য বজলার রহমান বকুল।
সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর কৃষক লীগের সভাপতি শামছুদ রহমান বাবু, বীরকেদার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মালঞ্চা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদেও, আব্দুল খালেকসহ প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৬ মার্চ সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নিধারন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি