শাজাহানপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে বগুড়ার শাজাহানপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,নিরবতা পালন,চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অমর একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,বিএনপি ও অঙ্গ সংগঠন,সাংবাদিক ঐক্য পরিষদ,মাঝিড়া ইউনিয়ন পরিষদ,দুর্নীতি প্রতিরোধ কমিটি,মকবুল হোসেন স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সহ দিনব্যাপী কসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,সহকারী কমিশনার ভূমি আশিক খান,থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব। এছাড়াও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন,মাঝিড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি