আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় ছিন্নমূল ও সরকারি শিশু পরিবারে এতিমদের পাশে আলাল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযথভাবে উদযাপনে ব্যস্ত গোটা জাতি। প্রতিটি শহীদ মিনারে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি এক গাঁথা কষ্ট নিয়ে হুইল চেয়ারে ঘুরছে সারা শহর, ফুটপাতের পাশে বসে আছে চিন্তিত মনে এমন ভিক্ষুক, গরীব, ভাসমান, ছিন্নমূলদের কাছে গিয়ে খাবার বিতরণ ও দিনটির তাৎপর্য শোনালেন আকবরিয়া লিমিটেড ও আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল।
কালচারাল কাসিসিস্টস এর ৩০ সদস্য বিশিষ্ট একটি টিম ও আকবরিয়া লিমিটেডের কর্মকর্তাবৃন্দ গোটা বগুড়া শহর জুড়ে উন্নতমানের খাবার বিতরণ করে।
হুইল চেয়ারে বসে থাকা পীরগাছা এলাকার বাদশা বলেন, সকাল থেকে ঘুরছি খাবার পাইনি। ভাবছি খাবার নাও পেতে পারি। এমন চিন্তা অবসান হওয়ার আগেই হাতের নাগালে পেলাম এক প্যাকেট উন্নতমানের খাবার। এ প্যাকেট খাবার পেয়ে অনেক আশ্বস্ত হলাম।
বিতরণ শেষে হাসান আলী আলাল সরকারি শিশু পরিবারে এতিমদের কাছে ছুটে যান বাবা-মায়ের ভালবাসা বঞ্চিতদের মাঝে। যাদের কাছে ভালবাসা শব্দটি ছিল অনেক আবেগ প্রবণ, কিন্তু শব্দটির রূপ পাল্টে দিতে সক্ষম হয়েছেন তিনি। তাদের চোখে মুখে ভালবাসায় সুভাসিত অব্যক্ত কথা, আমাদেরও পৃথিবীতে কেউ আছে।
আকবরিয়া লিমিটেড এর উদ্যোগে গতকাল সোমবার দুপুরে সরকারি শিশু পরিবারে মাতৃভাষার উৎসব পালনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আলী আলাল এতিম শিশুদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন।
ভালোবাসা, সহানুভূতি, পেয়ে এতিম শিশুরা আনন্দে মেতে উঠে। তারা ভাষা শহীদদের গল্প শুনে আনন্দ নিরানন্দ চিত্তে চাতক পাখির মত চেয়ে থাকে। ভাষার জন্য এমন ত্যাগ এ ভাষাকে আমাদের জীবদ্দশায় সম্মান দেখিয়ে যাবো এমন প্রত্যয় ব্যক্ত করে তারা।
এ মহৎ উদ্যোগের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাইশা মেহজাবিন তুবা বলেন, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল এর মহৎ কাজে অংশ নিতে পেরে নিজেকে এমন ভালো লাগছে যা বলে বুঝাতে পারবো না। তার সকল ধরনের ভালো কাজে অংশগ্রহন আমার জীবদ্দশায় করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই।
বগুড়া জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সমাজের অবহেলিত, ছিন্নমূল, ভাসমান অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার মত ভালো কাজ আর নেই।
এসময় উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রীপা মোনালীসা, সমাজসেবক ওয়াসি রহমান, আকবরিয়া লিমিটেডের সিএমও ইকবাল নুর, আইটি মেজবা রহমান, এইচ আর নাহিদ হাসান, সুফিয়া খাতুন, এডমিন সাবিনা ইয়াসমিন, আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন ওয়ার্কিং কমিটির সাধারণ সম্পাদক আজাহার আলী, কালচারাল কাসিসিস্টস টিম এর পক্ষে নুর সাদ জাহান চয়ন, ইফতেখার আহম্মেদ, রেশাদ জামান, রাফিহা ইসলাম, জয়সহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি