ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ শিক্ষার্থী গ্রেফতার
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সমম্মেলনে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বগুড়া শহরের সেউজগাড়ির ইব্রাহিম হোসেনের ছেলে ইসতিয়াক ইব্রাহিম ইমন (২০), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন বাঁধন (২৫), ঠনঠনিয়া স্টাফ কোয়ার্টার এলাকার ফিরোজ পশারী রানার ছেলে পারভেজ পশারী রোহান (২০), পুরান বগুড়ার আয়নুল হকের ছেলে আহসান হাবিব বাবুল (২০) এবং একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম তানিম (২০)।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন কলেজের ছাত্র এবং একজন স্কুলছাত্র।
এর আগে, রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে একটি মেহগনি বাগান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২৮ ইঞ্চি লম্বা একটি ডেগার, ২০ ইঞ্চি লম্বা একটি ছোড়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি বার্মিজ চাকু, ৫টি বড় সাইজের পটকা ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, রোববার মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল। রাতে সংবাদ আসে ভাটকান্দি ব্রিজের পূর্ব পাশে একটি মেহগনি বাগানের মধ্যে ৮-১০ জন যুবক অবস্থান করছে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে চারদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন যুবক অন্ধকারে পালিয়ে গেলেও পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে উদ্ধারকৃত ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, ডাকাতি করার জন্য তারা সেখানে অবস্থান করছিল। লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের জন্য তারা ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ গ্রুপ গঠন করে। গ্রেফতারকৃতদের নামে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

অনলাইন ডেস্ক