বগুড়ায় দুদক ও জেলা দুপ্রকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস।
সোমবার মহান একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহরের শহীদ খোকন পার্কে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তাদের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয় দিবসটিতে।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দুদক বগুড়ার সহকারী পরিচালক কামরুজ্জামান রিপন, উপ-সহকারী পরিচালক নূর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী, দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), বাবুল আখতার রিপন এবং সঞ্জু রায়সহ দুদক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুদক ও দুপ্রকের উদ্যোগে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রতিবছরের ন্যায় দোয়া পাঠ এবং শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ষ্টাফ রিপোর্টার