বগুড়ায় ফেন্সিডিলসহ র্যাবের হাতে বাসযাত্রী গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে ১'শ ৪৯ বোতল ফেন্সিডিলসহ মো. হারুন নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হোয়া হারুন ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর বাঙ্গালীপাড়া এলাকার মৃত মন্টুর ছেলে।
সোমবার সকালে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
জানা যায়, রবিবার বিকেলে উপজেলার বি-ব্লক এলাকায় ঢাকাগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব কর্মকর্তা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে একজন ফেন্সিডিল বহনের একটি গোপন সংবাদ র্যাবের কাছে আসে। ওই তথ্যের ভিত্তিতে শাজাহানপুরের বি-ব্লক এলাকায় তল্লাশীখানা বসানো হয়। এ সময় একটি বাসে তল্লাশী করলে হারুনকে ১৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার