জমে উঠেছে বগুড়ার বইমেলা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বইমেলায় আগেরে থেকে ভিড় বেড়েছে।
মঙ্গলবার বইমেলার তৃতীয় দিনে সকাল থেকে বিভিন্ন স্টলে ভিড় দেখা যায়। আর করোনার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ভিড়ের মাত্রা আরো দিগুণ হয়ে যায়। এদিন সকাল থেকে রাত অবদি বইমেলায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়।
বগুড়া বইমেলার তৃতীয় দিনে আলোচক ছিলেন, বগুড়া বারের সভাপতি এডঃ আব্দুল মতিন (পিপি), উদীচী বগুড়ার সভাপতি মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবাহান মিন্নু, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এডঃ মনতেজার রহমান মন্টু। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা। এর আগে ২১ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বগুড়া শব্দকথন সাহিত্য আসরে পরিচালক কবি এইচ আলিম, কবি মাহাবুব টুটুল, কবি লুবনা জাহান, অ আ সাহিত্য সংসদের সভাপতি কবি রবিউল আলম অশ্রু, কবি নাফিউজ্জামান চৌধুরী, কবি রবিউল সফল। অনুষ্ঠানে মহান একুশের উপর স্বরোচিত কবিতা আবৃত্তি করেন কবিরা। সন্ধ্যায় মৌসুমীনৃত্যাশ্রমের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। সপ্তস্বর শিল্পী গোষ্ঠির কণ্ঠশিল্পীরা সঙ্গিত এবং কলেজ থিয়েটারের নাট্যাভিনেতারা কবর নাটক মঞ্চায়ন করেন। কবর নাটকটি মুনীর চৌধুরী রচিত ও নির্দেশর্না দিয়েছেন তৌফিক হাসান ময়না। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিকড় সঞ্চারী সাংস্কৃতিক একাডেমি, বগুড়া ভাওয়াইয়া পরিষদ, নজরুল পরিষদ বগুড়া, রক্তটিকা খেলাঘর আসর, বগুড়া লেখক চক্র। তৃতীয় দিনের শুরুতে অনুষ্ঠানের সূচনা করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। এছাড়াও বক্তব্য রাখেন রক্তটিকা খেলাঘর আসরের সভাপতি আমজাদ হোসেন মিন্টু।

ষ্টাফ রিপোর্টার