কৃষক লীগ হবে জামায়াত-বিএনপি মুক্ত সংগঠন: বিপ্লব
বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব বলেছেন, কৃষক লীগ হবে জামায়াত-বিএনপি মুক্ত একটি সংগঠন। কৃষক লীগ একটি সুশৃংঙ্খল সংগঠন। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যুর ঠাই নেই। তৃনমূল থেকে যাচাই-বাছাই করে সৎ ও যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তাদের মুল্যায়ন করতে হবে।
কবঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে কৃষক লীগকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠনে যদি ঐক্য থাকে আর এই সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে তখনই যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, কৃষক লীগকে সুসংগঠিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট ভূমিকা রেখেছেন।
বিপ্লব বলেন, কৃষক লীগ করতে হলে কৃষকের দরদ বুঝতে হবে, কৃষিকে ভালোবাসতে হবে। কৃষকের কল্যাণে সময়োপযোগী, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে অবিচল নিষ্ঠা ও সততার সঙ্গে নিজেকে আত্মনিয়োগ করা কৃষক লীগের নেতা কর্মীদের দায়িত্ব। এ সরকারের কৃষিবান্ধব নীতির ফলে অতীতের সকল রেকর্ড ভঙ্গ কওে কৃষিতে অভুতপুর্ব উন্নতি হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
উপজেলার সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রয়ী কৃষক লীগের মৎস্য ও প্রাণি সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ শামছুদ্দিন আল আজাদ, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা আখতারুজ্জামান তুষার, অর্থ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুল ইসলাম সাগর।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, বকুল আহম্মেদ, খন্দকার মিজানুর রহমান মিজান, বকুল মিয়া, সদস্য বজলার রহমান বকুলসহ উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে শফিকুল ইসলাম শফিক কে সভাপতি, সাঈদ রায়হান মানিক কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের কমিটি দেয়া হয়কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি হুমুতুল্লা, আবু বক্কর সিদ্দিক, শ্রী নিতাই চন্দ্র, আমিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ, মছকুর আলী, সাংগঠনিক সম্পাদক মোমিন আলী, আবু হানিফ, আইন সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক সবুজ মন্ডল, দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল সাকিব, সদস্য আহাদ আলী।

প্রেস বিজ্ঞপ্তি